বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪ ফেব্রুয়ারী ১০ দফা দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের হাসপাতাল রোডস্থ জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে নেত্রকোনা জেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি
ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, সাবেক ছাত্রনেতা এস এম মুসা, মুখলেছুর রহমান খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক কামরুল হক,
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, সাধারন সম্পাদক তারিফুর রহমান রিপন, জেলা মৎস্য
দলের আহবায়ক শফিকুল ইসলাম দুলাল, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা তাতী দলের আহবায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সদস্য সচিব ফারুক মীর, মহিলা দলের সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা পলমল, সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা লুৎফর রহমান, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইমরান সাদিক রুমেল,
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সহ সভাপতি এস এম দেলোয়ার হোসেন, শামসুল হুদা শামীম, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিকসহ বিভিন্ন উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল ও চলমান আন্দোলনকে বেগবান করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।