রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের সখিপুর উপজেলা আ.লীগের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় বর্তমান এমপি, টাঙ্গাইল জেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ও উপজেলা আ.লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক সাবেক এমপি অনুপম শাজাহান জয় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং দলীয় অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং মোক্তার ফোয়ারা চত্বরে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অনুপম শাজাহান জয় বলেন, উপজেলা আ.লীগের সাথে সমন্বয় না করে কমিটি দেয়ায় আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি। ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দিবো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।