রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে নগদঅর্থসহ ঢেউটিন, খাদ্যসামগ্রী, গৃহনির্মাণ মঞ্জুরী ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার আশিয়া, কেলিশহর, ছনহরা ও ধলঘাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মধ্যে প্রত্যেককে ১ লাখ ৫৬ হাজার টাকা, ১ বস্তা চাউল, ১ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী এবং কম্বল প্রদান করা হয়। পটিয়া উপজেলা পরিষদ মাঠে গতকাল দুপুরে ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা রবিউল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রণালয়ের উপ-পরিচালক এসবিবি প্রকল্পের পরিচালক আওলাদ হোসেন, ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান এম.এ হাশেম, সরোজ কুমার সেন নান্টু, আবদুর রশিদ দৌলতী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।