রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘণকুয়াশার কারণে ১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যানবাহন শ্রমিক ও যাত্রীদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। ফেরি পারাপারের জন্য ঘাটে আসা গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে।
গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাত ১১টার পর থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয় নৌরুটে সকাল ১১:৪০ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখেন। ঘণকুয়াশা কেটে গেলে গতকাল সোমবার সকাল ১০ টায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়-দৌলতদিয়া সকাল ১১:৪০ টায় ফেরি চলাচল শুরু হয়।
ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘণকুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না বলে ফেরি চলচল বন্ধ রাখা হয়।
ঘণকুয়াশা কেটে গেলে গতকাল সোমবার সকাল ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং সকাল ১০:৪০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।