বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিক্ষক নিয়োগে দূর্নীতির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে ভাংচুর করে শাটল ট্রেন অবরোধ করেছে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ একাকারের কর্মীরা। সোমবার দুপুর আড়াইটায় সিন্ডিকেট মিটিংয়ের পর এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম ইনকিলাবকে বলেন, সিন্ডিকেট মিটিংয়ের পর নিয়োগে অসন্তোষ হয়ে কিছু ছাত্রলীগ কর্মী ভিসি অফিসের ফুলের টব এবং রান্নাঘরের কাপ পিরিচ ভাংচুর করে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। "
তিনি আরও বলেন,এখান থেকে গিয়ে তারা আবার সাড়ে পাঁচটার শাটলের চাবি নিয়ে শাটল অবরোধ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। "
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং একাকার গ্রুপের নেতা মইনুল ইসলাম রাসেল বলেন, ছাত্র শিবিরের ক্যাডার, কোটা সংস্কার আন্দোলনের কর্মী এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের যেন নিয়োগ দেওয়া না হয় এবং এরকম অভিযুক্ত যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ প্রত্যাহারের দাবিতে আমরা প্রতিবাদ করছি। আমাদের দাবি না মানা হলে অবরোধ চলমান থাকবে।"
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।