রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়া উপজেলা সদরের স্কুল রোড এলাকায় বিরোধীয় জায়গা জবর দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন জায়গার মালিক লিয়াকত আলী। জানা গেছে, উপজেলা সদরের আমিরাবাদ স্কুল রোডে উকিলেরপাড়া এলাকায় লিয়াকত আলী ১৪ শতক জমি ক্রয় করে তাতে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। ক্রয়ের পর জায়গাটি তার নামে আলাদা খতিয়ান হয়। অপরপক্ষে স্থানীয় কয়েকজন লোক এই খতিয়ান বাতিলের জন্য লোহাগাড়া সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে আদালত তা খারিজ করে লিয়াকত আলীর পক্ষে রায় ডিক্রী প্রদান করে। পরে তারা আবার চট্টগ্রাম জেলা জজ আদালতে মামলা দায়ের করলে লিয়াকত আলী মামলাটির স্থগিতাদেশ প্রার্থনা করে হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলা নং৩৪৬/১৬ইং। এমতাবস্থায় মামলা চলাকালীন স্থানীয় শামসুল ইসলাম, শাহাব উদ্দীনসহ কয়েকজন মিলে জায়গাটি জবর দখল করার জন্য ইতিমধ্যে লোকবলসহ নির্মাণ সামগ্রী নিয়ে বেশ কয়েকবার চেষ্টা চালায়। লিয়াকত আলীর বাধায় তারা পিছু হটে। তবে যেকোন সময় তারা জায়গাটি জবরদখল করে নিতে পারে বলে উদ্ধিগ্ন রয়েছে লিয়াকত আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।