Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ডাকাতরা লুটে নিলো ১২ লাখ টাকার মাল

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল গৃহকর্তা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, রোববার দিবগত রাত ৩টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের  হাজী ডাক্তার বেনু মিয়ার বাড়িতে  ডাকাতদল দালানের জানালার গ্রীল কেটে ভিতরে গিয়ে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে বাড়ির ষ্টিলের আলমারী, সুকেস ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা হাজী ডাক্তার বেনু মিয়া (৭০) ও তার স্ত্রী হাজী মালেহা বেগম (৬৫) কে পিটিয়ে আহত করে ডাকাতরা। ওই  সময় বাড়িল লোকজন ডাকচিৎকার করলে আশপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। হাজী ডাক্তার বেনু মিয়া জানান, তার ২ পুত্র জহিরুল  ইসলাম ও জাহাঙ্গীর আলম দীর্ঘ দিন যাবৎ সৌদী আরবে ব্যবসা করার কারনে বাড়িতে খুব বেশী লোকজন থাকে না। তিনি জানান ডাকাতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে এবং বেশ কয়েকজনের মুখোশ পড়া অবস্থায় ছিল। আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ