রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : “পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” এই বাণীকে সামনে রেখে উজ্জীবিত বাংলাদেশ সোনাইমুড়ী শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে গার্লস স্কুল অডিটরিয়ামে শিক্ষার্থীদের মাঝে ব্রাশ, নেইলকাটার, টিস্যু বিতরণ করা হয়। অনুষ্ঠানে উজ্জীবিত বাংলাদেশ সোনাইমুড়ী শাখার আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক সচিব মারফিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব মো. ইয়াছিন সুমন, এমএ হাসেম কলেজের অধ্যাপক মিজানুর রহমান, সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব ও সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া। সদস্য ও লাইফ শাইন স্কুলের পরিচালক আব্দুল্যাহ আল মাহমুদ সবুজের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সদস্য হাছানুর রশিদ, আবু ইউসুফ আজাদ, আবুল কাশেম সামছুদ্দিন, অধ্যাপক আল হোসাইন পার্থ, অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।