Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

জেলা পরিষদ নির্বাচন সরকারি দলের ২ প্রার্থী চলছে চুলচেরা বিশ্লেষণ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জিয়ানগর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জোরেসোরে বইছে নির্বাচনী হাওয়া। ভোটারদের সাথে ছালাম বিনিময় করছেন প্রার্থীরা। নানা কৌশলে ভোট আদায়ের চেষ্টাসহ দোয়া ও আশীর্বাদ চাইছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রধান প্রধান সড়ক, মোড়, অলি-গলিতে প্রতীক সম্বলিত ব্যানারে ছেয়ে গেছে। জেলা পরিষদ নির্বাচনে জেলা প্রশাসক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সরকারী দলের দুই প্রার্থী। তাদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। পিরোজপুর জেলার সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা প্রশাসক অধ্যক্ষ শাহ-আলম ও কেন্দ্রীয় যুবলীগ নেতা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। জিয়ানগর জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই উপজেলার সাধারণ আসনে ১২নং ওয়ার্ডে ৪ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ ৩টি ইউনিয়ন পরিষদের মোট ৪২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত করবেন। অপরদিকে জিয়ানগর ও ভান্ডারিয়া উপজেলা নিয়ে সংরক্ষিত আসনে ১৬৩ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার সংরক্ষিত আসনে সদস্য পদ নির্বাচিত করবেন। জিয়ানগরে সদস্য পদে উপজেলা জেপি সভাপতি আছাদুল কবির তালুকদার স্বপন তালা প্রতীকে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতীকে, পিরোজপুর পৌর যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপ্লব ঘুড়ি প্রতীকে, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান সেলিম হাওলাদার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সংরক্ষিত আসনে কিশোয়ার বিথী, রোকেয়া বেগম, শিরিন আক্তার, সেলিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ