Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে দুই সিনেমা প্রযোজনা করছেন শমী কায়সার

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

একসময় অভিনয়ের পাশাপাশি নাটক প্রযোজনা করতেন বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার। তারপর দীর্ঘদিন অভিনয় ও প্রযোজনা থেকে দূরে রয়েছেন। তবে এবার তিনি সিনেমা প্রযোজনার মাধ্যমে ফিরছেন। শমী কায়সার বলেন, এখনো অনেক দর্শক অভিনয়ের কথা জিজ্ঞেস করেন। তবে অভিনয় করার মতো সময় এখন খুব কম। আপাতত অভিনয় না করলও আমার ভক্ত দর্শকের জন্য সুখবর দিতে চাই যে, শিঘ্রই আমার প্রযোজনায় দু’টি নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাব। এখন সিনেমা দু’টির নির্মাণের প্রস্তুতির কাজ চলছে। শিল্পী নির্বাচনও করা হচ্ছে। আশা করছি, সবকিছু ঠিক থাকবে, ইনশাআল্লাহ। উল্লেখ্য, শমী কায়সার সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘সাড়ে তিনখানা চিঠি’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি। শমী কায়সার অভিনীত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাছনরাজা’ এবং তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালন’ সিনেমা দু’টি দর্শকের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ