Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঠাগারের ভবন উদ্বোধন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগারের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গত রোববার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী উপজেলার শাখারীকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাঠাগার মাঠে ভবন উদ্বোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। নাজিরপুর সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক কেশব লাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, শাখারীকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান গাউস, নাজিরপুর কলেজের শিক্ষার্থী সাইমুন নাহার, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আকতার শান্তা প্রমুখ। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালীর পিতার নামে প্রতিষ্ঠিত এ পাঠাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শতাধিক কৃতী শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ বই বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক ও সাংবাদিক উথান ম-ল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ