Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গোঁফ লাগিয়ে জনি ডেপের মত রূপে দোজা ক্যাট

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সপ্তাহ খানেক আগে ফ্যাশন হাউস স্ক্যাপারেলির উজ্জ্বল লাল পোশাকে প্যারিসের ফ্যাশন শোতে আত্মপ্রকাশ করে গ্র্যামিজয়ী দোজা ক্যাট সবার চোখ ঝলসে দিয়েছিলেন। তিনি তার ভুরু চেঁছে, পোশাকে ও শরীরে ৩০ হাজারের বেশি রক্তলাল স্ভারোভস্কির ক্রিস্টাল যুক্ত করে সারা দুনিয়ার ফ্যাশন শিরোনামে স্থান করে নিয়েছিলেন। প্যারিস ফ্যাশন সপ্তাহের মূল আলোচনার বিষয়ই ছিলেন দোজা। এবার আরেকবার তিনি শিরোনামে স্থান পেলেন। এবার তার পরনে ছিল সাদা পিনস্ট্রাইপ পোশাক, আর এই পোশাকে তাকে দেখে নেটিজেনদের অনেকে তাকে জনি ডেপের সঙ্গে তুলনা করেছে। এবার তাকে দেখা গেছে নকল আইল্যাশ লাগান সাজে। ট্যান আর সাদা পেনস্ট্রাইপ স্যুট পরে তিনি পোজ দিয়েছেন, সঙ্গে ছিল সবুজ-সাদা স্ট্রাইপ ব্লাউজ, আর নীল টিন্টেড সানগ্লাস। তার এই অদ্ভুত সাজে নেটিজেনরা তাকে ট্রল করতে ছাড়েনি, কেউ কেউ তাকে জনি ডেপের সঙ্গে তুলনা করেছে। একজন মন্তব্য করেছে, ‘কোনও বিচার নয়, শুধু পর্যবেক্ষণ করছি। ফ্যাশন সপ্তাহ কি কত অদ্ভুত দেখা যাবে তার একটি প্রতিযোগিতা?’ ‘তিনি এখন তার লেডি গাগা যুগে আছেন,’ আরেকজন লিখেছেন, ‘এটি লজ্জাজনক। নজরে পড়ার জন্য তিনি মরিয়া।’ ‘দেখতে জনি ডেপের মত লেগেছে,’ আরেকজনের মন্তব্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ