Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দোকানিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসছেন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : পকেটে করে ইয়াবা নিয়ে একটি হালখাতার দোকানে ঢুকে দোকান মালিককে ফাঁসাতে গিয়ে দারোগা নিজেই ফেঁসে যেতে বসেছেন। ঘটনাটি ঘটেছে গত ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে কেশবপুর উপজেলার জাহানপুর বাজারে। শত শত জনতা ভালুকঘর পুলিশ ক্যাম্পের আইসি মতিয়ার রহমানসহ দুজন পুলিশকে এহেন ঘটনায় হাতেনাতে ধরে মারপিট করে একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই দারোগার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে আশ্বাস দিয়ে জনতাকে শান্ত করার পর অভিযুক্ত দারোগাকে থানায় নিয়ে আসেন রাত সাড়ে ১০টার দিকে। সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার জানান, জাহানপুর বাজারের আব্দুল লতিফ নামে একজন সৎ ব্যবসায়ী তার সার ও মুদি দোকানে দুদিনের হালখাতা চলছে। এরই মধ্যে ২৫ ডিসেম্বর রাত ৮টার দিকে ভালুকঘর পুলিশ ক্যাম্পের আইসি মতিয়ার রহমান নিজের কাছে থাকা ৪ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে দোকানে ঢুকে দোকান মালিককে জানায়,  দোকানে ইয়াবা রয়েছে তল্লাশি করব। এসময় নিজের পকেটে থাকা ইয়াবা বের করে এবং দোকানের ক্যাশ বাক্স তল্লাশির নামে হালখাতায় ওঠা প্রায় লক্ষাধিক টাকাসহ দোকান মালিক আব্দুল লতিফকে হ্যান্ডকাপ পরিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাজার কমিটিসহ স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে। একপর্যায়ে জনতা তাদেরকে জানায়, ইয়াবা যদি দোকানে থেকেই থাকে তাহলে ইয়াবা ও দোকানদারের সাথে দোকানে থাকা লাখ টাকা কেন ছিনতাই করে নিয়ে যাচ্ছেন। এ অভিযোগেই বাজারের শত শত জনতা একত্রিত হয়ে দারোগাসহ পুলিশদ্বয়কে গণধোলাই দিয়ে ঘরের মধ্যে আটকে ফেলে। পরে থানায় খবর দেয়া হলে থানার ওসির নেতৃত্বে দুই গাড়ি পুলিশ এসে দারোগার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে দারোগাকে মুক্ত করে থানায় নিয়ে যান এবং দোকান থেকে নেয়া টাকাগুলো দোকান মালিককে বুঝিয়ে দিয়ে আসেন বলে সূত্র জানায়। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সহিদ সাংবাদিকদের জানান, এসপি সাহেবের নির্দেশে অভিযুক্ত দারোগাসহ পুলিশকে ক্লোজ করা হয়েছে। তাদেরকে রাতেই পুলিশ লাইনে পাঠানোর প্রক্রিয়ায় হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ