Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

থানচিতে তিন সন্ত্রাসী আটক

বান্দরবান স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ৪:৫৬ পিএম

পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় ত্রিপুরা ন্যাশনাল পার্টির নামে চাঁদাবাজির সময় স্থানীয়রা তিন সন্ত্রাসীকে আটক করে আইনশৃংখলা বাহিনীর কাছে সোর্পদ করেছে। এ সময় চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন- মেনপম স্রো, মেনসং স্রো ও মংএচিং মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১২টার দিকে ওই তিন সন্ত্রাসী থানচি উপজেলা ৪নং বলিপাড়া ইউনিয়নে শৈরাং ত্রিপুরা পাড়ায় প্রবেশ করে ত্রিপুরা ন্যাশনাল পার্টির নামে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয়রা কৌশলে তাদের আটক করে। পরে তাদের বিজিবি সদস্যদের হাতে সোপর্দ করা হয়। তারা সবাই জেলার আলীকদম উপজেলা স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
থানচির ৩৩ বিজিবির লে. কর্নেল হাবিব বলেন, তারা গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছেন। তাদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ