Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার চলচ্চিত্র প্রযোজনায় শমী কায়সার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৫৪ পিএম

নন্দিত অভিনেত্রী শমী কায়সার। ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। এরপর ১৯৮৯ সালে ‘কে বা আপন কে বা পর’ নাটক দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন শমী। কাজ করেছেন বাংলা সিনেমায়ও। নতুন কোনো কাজের জন্য এখনো দর্শক অপেক্ষা করেন। সেই প্রিয় শমী কায়সার এবার চলচ্চিত্র প্রযোজনায় আসছেন। এ কথা নিশ্চিত করেছেন শমী নিজেই।

শমী কায়সার বলেন, ‘এখনো অনেক দর্শক দেখা হলে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন। আপাতত অভিনয় না করা হলেও আমার ভক্ত-দর্শকের জন্য এ সুখবরটি দিতে চাই যে, শিগগিরই আমার প্রযোজনায় দুটি নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর ইচ্ছা রয়েছে। এখন সিনেমা দুটির নির্মাণ প্রস্তুতির কাজ চলছে, চলছে শিল্পী নির্বাচন। আশা করছি, সবকিছু ঠিকঠাকভাবে হবে ইনশাআল্লাহ।’

১৯৮৯ সালে প্রয়াত প্রযোজক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে শমী কায়সার প্রথম অভিনয় করেন। পরে ইমদাদুল হক মিলনের রচনায় ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’-এ অভিনয় করে বেশ প্রশংসিত হন।

শমী কায়সার অভিনীত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটক হলো ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘স্পর্শ’, ‘অন্তরে নিরন্তর’,‘ স্বপ্ন’, ‘ঠিকানা’সহ বহু নাটক। চয়নিকা চৌধুরী রচিত ও পরিচালিত টেলিফিল্ম ‘তোমাকে ছুঁয়ে’তে শমী কায়সার, বিপাশা হায়াত ও মাহফুজ আহমেদের অনবদ্য অভিনয় এখনো দর্শক ইউটিউবে আগ্রহ নিয়ে উপভোগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ