প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছিল। গানটি গেয়ে গায়ক হিসেবে পরিচিতি পান এরফান মৃধা শিবলু। একইসঙ্গে আড়ালে থাকা গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ সম্পর্কেও জানতে পারে দেশের মানুষজন। এবার কোক স্টুডিও বাংলার নতুন সিজনের জন্য গান গেয়েছেন শিবলু।
জানা গেছে, ‘সাদা সাদা কালা কালা’ গানের মূল শিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুর করা আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যা থাকবে কোক স্টুডিও’র নতুন সিজনে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ শিবলু।
তার ভাষ্য, ‘আমি বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সামনে আমার নতুন একাধিক গান আসছে।’
বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত আছেন এরফান মৃধা শিবলু। অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতেও। শিগগিরই আরো কিছু গান নিয়ে হাজির হবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।