Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মধ্যপাড়া খনি বাঁচাও, এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ৩:১৯ পিএম

দেশের উত্তরাঞ্চলের একমাত্র কঠিনশীলা মধ্যপাড়া খনি বাঁচাও, এলাকা বাঁচাও সংগ্রাম পরিষদের মানববন্ধন। সোমবার সকাল সাড়ে ১১টায় মধ্যপাড়া কঠিনশীলা খনির প্রধান গেটে মধ্যপাড়া খনি বাঁচাও এলাকা বাঁচাও পরিষদের সভাপতি আফজাল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিগত দেড় বছর হতে খনির পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে শ্রমিকদের বকেয়া বেতন বোনাসসহ ৬ দফা দাবীতে মধ্যপাড়া খনি বাঁচাও এলাকা বাঁচাও পরিষদের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। খনি বন্ধ থাকার কারণে ৬শতাধিক খনি শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এলাকার ও শ্রমিকদের স্বার্থে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষে অনতিবিলম্বে শ্রমিকদের ৬ দফা দাবী পুরণে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছেন শ্রমিক নেতারা। ৬ দফা দাবীগুলো হলো দ্রুত সময়ের মধ্যে পূর্বের ন্যায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফট চালু করে শ্রমিকদের কাজে যোগদান করাতে হবে। দীর্ঘ দেড় বছর ধরে যে সমস্ত খনি শ্রমিক অলস সময় কাটিয়েছে তাদের বেতন ভাতাসহ উৎসব বোনাস পরিশোধ করতে হবে। যে সমস্ত অসাধু কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কারণে প্রকল্পটি আলোর মুখ দেখতে পারছে না তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নেতৃবৃন্দরা জানান। খনি উত্তোলনে দক্ষ, অভিজ্ঞ এবং কাজের বাস্তবপারদর্শী ঠিকাদার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে। ভূমি ক্ষতিগ্রস্থ পরিবারের যোগ্য প্রার্থীদের চাকরি প্রদানসহ অধিগ্রহণকালীন বকেয়া পাওনা বর্তমান মূল্যে পরিশোধ করতে হবে। ব্লাস্টিং এর কারণে যে সকল বাড়ীতে ফাঁটল দেখা দিয়েছে তা ণির্মানে ক্ষতিপূরণ দিতে হবে তদসঙ্গে খনি হতে নিষ্কাশিত পানি ড্রেনের মাধ্যমে বের করে দিতে হবে। এছাড়াও শ্রমিক নেতারা বলেন, উপরোক্ত ৬ দফা দাবী মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। খনিটি প্রায় ১ বৎসর ২ মাস ধরে বন্ধ থাকায় দেশের পাথরের চাহিদা মিটাতে পারছে না কর্তৃপক্ষ। পাথর বাইরের দেশ থেকে এনে দেশের ঠিকাদাররা বিভিন্ন কাজে ব্যবহার করছেন। তাই সরকার দ্রুত খনির অভ্যন্তরে ইক্যুইপমেন্ট বসানোর প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ