Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুর্শিদাবাদের পথে বগুড়া থিয়েটার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১০:২৮ এএম

ইতিহাস বিধৌত মুর্শিদাবাদের বেলডাঙায় নেতাজী সুভাষ বোসের ১২৭ তম জন্মোৎসবের সুবর্ণজয়ন্তী উদযাপনের আয়োজনে অংশ নিতে বগুড়া থিয়েটার মুর্শিদাবাদের পথে রওয়ানা দিয়েছে বগুড়া থিয়েটার।
রোববার এই তথ্য নিশ্চিত করে বগুড়া থিয়েটারের সভাপতি তৌফিক হাসান ময়না জানিয়েছেন, বগুড়া থিয়েটার এই উৎসবে মঞ্চায়িত করবে নাটক শান্তিরক্ষক ও ভাগীদার নমক দুটি নাটক।
সুবর্ণজয়ন্তী উদযাপনের এই আয়োজনে প্রথমবারের মত আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যদল বগুড়া থিয়েটার।
এছাড়াও এবারের সফরে কোলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের আয়োজনে একটি নাট্য সেমিনার ও অনলাইন রেডিও কোলকাতার জন্য ভাগীদার নাটকটি রেকোর্ডে অংশ নেবে বগুড়া থিয়েটার বলে জানান তিনি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ