Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে সিএনজি-বাস সংঘর্ষে নিহত ২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১:১৭ পিএম

সদর উপজেলার নোয়াখালী মৌজা এলাকার মাইজদী-সুবর্ণচর সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ২ সিএনজি যাত্রীর নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে মাইজদী-সুবর্ণচর সড়কের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের চর বজল করিম গ্রামের কৃষ্ণবন্দুর ছেলে মুক্তিপদ (৫৫)। অপর নিহত ও আহতদের নাম পরিচয় জানায় যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলার সুবর্ণচর উপজেলা থেকে একটি সিএনজি অটোরিকশা ৪জন যাত্রী নিয়ে সোনাপুরের দিকে আসছিল। পথে মাইজদী-সুবর্ণচর সড়কের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় মাইজদী থেকে ছেড়ে আসা সুবর্ণ সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দু’জন নিহত হয়। ঘটনায় আরো দুই সিএনজিযাত্রী আহত হয়েছেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ