প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চার বছর পর ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ফিরেই করেছেন বাজিমাত। চার বছর বিরতির পর শাহরুখ খানের ফেরা যেন ভক্তদের মাঝে উৎসবের আমেজ নিয়ে আসে। তাই মুক্তির পর রীতিমত ঝড় তুলেছে ‘পাঠান’। মুক্তির তিন দিনেই বিশ্বে ৩১৩ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। গত বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাওয়ার পর তিন দিনে শুধু ভারতেই ‘পাঠান’ আয় করেছে ১৫০ কোটি রূপি। আর বিশ্বজুড়ে ছবির আয় ৩০০ কোটি ছাড়িয়ে গেছে।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালাও বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘পাঠান ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে বিশ্বজুড়ে মাত্র তিন দিনে।’
অন্যদিকে সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ লিখেন, বিশ্বজুড়ে ৩১৩ কোটি ব্যবসা করেছে ‘পাঠান’। ‘পাঠান’-ই প্রথম সিনেমা যা হিন্দি সিনেমার ইতিহাসে এত কম সময়ে ৩০০ কোটির ক্লাব ছুঁয়েছে, মাত্র ৩ দিনে।
শুক্রবারের পরিসংখ্যান বলছে, ভারতের বাজারে ‘পাঠান’-এর তৃতীয় দিনের আয় ৩৯ কোটি রুপি। প্রথম দুই দিনের চেয়ে যা বেশ কম। তবে বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে তৃতীয় দিনে মন্দা ছিল না। ২৫ তারিখ মুক্তির দিন রেকর্ড গড়েছিল শাহরুখের এই ছবি। শুধু হিন্দি সংস্করণেই ৫৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছিল। বিশ্বজুড়ে রোজগারের অঙ্ক প্রথম দিনেই পেরিয়েছিল ১০০ কোটির গণ্ডি।
দ্বিতীয় দিন ‘পাঠান’ ৭০ কোটি রুপির ব্যবসা করে ভারতের বাজারে। প্রজাতন্ত্র দিবসের ছুটি দ্বিতীয় দিনের ব্যবসায় শাপেবর হয়। বিশ্বের বক্স অফিসে দ্বিতীয় দিনের শেষে এই ছবির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।
এর আগে প্রথম তিন দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির তালিকায় শীর্ষে ছিল হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। ২০১৮ সালে অমিতাভ বচ্চন, আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটিও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছিল। তৃতীয় দিনের শেষে দুটি ছবিকেই ছাপিয়ে গিয়েছে ‘পাঠান’।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের হাত ধরে পুরোদস্তুর অ্যাকশন ছবিতে চার বছর পর ফিরেছেন শাহরুখ। এতদিন পর তাকে বড় পর্দায় দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।