Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিরো আলমের জন্য ভোট চাইতে বগুড়ায় মুনমুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:৩০ পিএম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে লড়ছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনের জয়ের প্রত্যাশায় ভোটের প্রচারে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার প্রচারণায় এবার যোগ দিয়েছেন একসময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে।

নির্বাচনী প্রচারণা এসে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। বললেন, ‘‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’

এ সময় হিরো আলমের উদ্দেশে মুনমুন বলেন, ‘তুমি চেষ্টা করেছিলে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ মানুষ এখন তোমাকে চিনে। তুমি যে যুদ্ধেই নেমেছো, একেকটা করে জয়লাভ করেছো। যেহেতু তুমি সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছো, আশা করি এখানেও সফল হবে।’

তিনি যোগ করেন, ‘হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণীর মানুষের যে চাওয়া পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। তাই আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, সে সেখানে সফল হবে। সে খুব বুদ্ধিমান ছেলে। সে হয়তো মানুষের অন্তরের কথা বুঝে। সে অনেক দূর যেতে পারবে।’

এদিকে আজ সকাল থেকে সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার কাহালু এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান হিরো আলম। ট্রাকে হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান। বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ