Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফুলপুরে ৬ মাসের সাজা এড়াতে ৩ বছর আত্মগোপনে অতঃপর গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ময়মনসিংহের ফুলপুরে চেক জালিয়াতি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ১০ লাখ টাকার অর্থদন্ড নিয়ে তিন বছর পালিয়ে থাকা ইসমাইল সিরাজীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ শহরের দিঘারকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ইসমাইল সিরাজী ফুলপুর উপজেলার চরবাহাদুরপুর গ্রামের মো. আব্দুল হাই-এর পুত্র।
ফুলপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল সিরাজীর বিরুদ্ধে ১৭ সালে চেক জালিয়াতি মামলা হয়। পরে ফুলপুর থানার সিআর মামলার রায়ে আসামি ইসমাইল সিরাজীর ৬ মাসের কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড হয়। তখন থেকেই আসামি পলাতক ছিল। দীর্ঘ তিন বৎসর ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকাবস্থায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত¡াবধানে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই (নিঃ) মোফাখখির উদ্দিন সঙ্গীয় এএসআই শ্রী রতন চৌধুরী ও এএসআই রফিকুল ইসলামসহ গত শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেন। এসময় তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ শহরের দিঘারকান্দা এলাকার জনৈক আনোয়ারুলের বাসা হতে আত্মগোপনে থাকা আসামি ইসমাইল সিরাজীকে গ্রেফতার করেন।
ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ইসমাইল সিরাজীকে গতকাল শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ