Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে মাদক বিক্রেতার সাজাসহ জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুলাল হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতাকে এক বছর ছয় মাসের সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা দুলাল হোসেন রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে। এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।
গতকাল শনিবার সকালে উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই সাজাসহ জরিমনা করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালতের অভিযানে দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা দুলাল হোসেনের নিকট থেকে ১৭পিস ইয়াবা ও সাড়ে ১২ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এ কারণে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ