Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারোগেসির মাধ্যমে মা হলেন প্যারিস হিলটন

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

বিনোদন জগত সত্যই বিনোদনে মোড়া। গত বছরই সারোগেসির মাধ্যমে কন্যা মালতির মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে সারোগেসির ট্রেন্ডিং-ও বিশ্বাস করছেন একাধিকবার তারকারা, যেমন শিল্পা শেঠি সারোগেসির মাধ্যমে দ্বিতীয়বার মা হয়েছেন, শাহরুখের স্ত্রী গৌরি খানও তাঁদের ছোট্ট ছেলেকে সারোগেসির মাধ্যমে বরণ করেছেন। তবে বলিউডের থেকেও সারোগেসির বেশি চল রয়েছে হলিউডে। এবার সারোগেসির মাধ্যমেই মা হলেন বছর ৪০-এর হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন। তাঁর ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার সবটাই সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয়। বছর দুই আগে কার্টার রিউমকে বিয়ে করেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, এবার মা হতে চান তিনি। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হল। বুধবার সকালেই জানালেন তিনি এক পুত্র সন্তানের মা হয়েছেন। মা হওয়ার খবর জানিয়ে একটি ছবি পোস্ট করে প্যারিস লিখলেন, ‘তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে সন্তানের আঙুল ধরে রয়েছেন অভিনেত্রী। স্বভাবতই তাঁর পোস্টে সেলিব্রিটিরা শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে। তবে সন্তান আসার খবর অনেক আগেই দিয়েছিলেন অভিনেত্রী। মার্কিন সংবাদমাধ্যমগুলির পাওয়া খবর অনুযায়ী, সারোগেসি পদ্ধতিতে মা হলেন প্যারিস। পিপলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা হওয়া তাঁর জীবনের অন্যতম স্বপ্ন ছিল। অবশেষে মা হতে পেরেছেন তিনি। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর ৪০তম জন্মদিনের দিনই কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। তাঁদের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমি আমার আত্মার সঙ্গীকে খুঁজে পেয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ