Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আশুলিয়ার সব কারখানা খুলেছে, শান্তিপূর্ণভাবে কাজে যোগদান শ্রমিকদের

সাভার স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১০:০৯ এএম

ঢাকার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।

সোমবার সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগদান করছেন। কোথাও অসন্তোষের কোন খবর পাওয়া যায়নি।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে কারখানাগুলো খুলে দেওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে গত মঙ্গলবার বিজিএমইএ সংবাদ সম্মেলন করে ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
এ পরিস্থিতিতে রোববার সংগঠনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের অনুরোধের প্রেক্ষিতে সোমবার থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেয়া হবে।
সোমবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, জামগড়া, নরসিংহপুর ও এর আশপাশের সকল পোশাক কারখানা খুলা পাওয়া যায়। উৎসবমুখর পরিবেশে শ্রমিকদের কাজে যোগদান করতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সব পোশাক কারখানা খোলার পর শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন। কোথাও কোনো শ্রমিক অসন্তেষের ঘটনা ঘটেনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ