Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুটিং করতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত ববি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:১৭ এএম

শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি তিনি বরিশালের উলানিয়া দ্বীপে ‘মেঘনা কন্যা’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন এ নায়িকা। তাই তাকে শুটিং বাদ দিয়েই বাসায় ফিরতে হয়েছে। অসুস্থতার খবর সম্প্রতি ফেসবুকে জানিয়েছেনে ববি নিজেই।

ফেসবুকে ববি লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া দোয়া করবেন। গত এক সপ্তাহ ধরে আমি গুরুতর অসুস্থ। যে কারণে আমি কারো ফোন রিসিভ করতে পারিনি। ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হবে।’

পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ববি বলেন, ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ২১ জানুয়ারি পরিচালকের সঙ্গে কথা বলে শুটিং ছেড়ে বর্তমানে ঢাকায় নিজের বাসায় আছি। হাসপাতালে গিয়ে পরীক্ষা–নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এর পর থেকেই বিশ্রামে আছি।’

ববি আরো বলেন, ‘আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’

জানা গেছে, ‘মেঘনা কন্যা’ সিনেমার জন্য আট দিনের শিডিউল ছিল ববির। বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে নায়িকারা যে লোকেশনে শুটিং করছিলেন, সেই জায়গাটি বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে আসার একমাত্র বাহন ট্রলার। এই ঝক্কি ঝামেলার মধ্যে পড়েই এখন শয্যাশায়ী ববি।

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হচ্ছে ‘মেঘনা কন্যা’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী। প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। এখানে ববি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ