Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পাচ্ছে মুন্না-নিপুণ জুটির ভাগ্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাহবুবুর রহমান পরিচালিত ‘ভাগ্য’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ফেব্রæয়ারি এটি মুক্তি পাবে। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন নায়ক মুন্না ও চিত্রনায়িকা নিপুণ। এর আগে মুন্না ২০১৮ সালে উত্তম আকাশের পরিচালনায় ‘ধূসর কুয়াশা’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। ‘ভাগ্য’ তাদের জুটির দ্বিতীয় সিনেমা। চিত্রনায়ক মুন্না বলেন, ভালোভাবে সিনেমর কাজটি করার চেষ্টা করেছি। সিনেমাটির গল্প মৌলিক। আশা করছি, সব শ্রেণির দর্শক সিনেমাটি পছন্দ করবে। নিপুণ বলেন, অনেকদিন পর মুন্নার সাথে নতুন আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো, তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে। অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। হিসাম মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ। কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সঙ্গীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ