প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোলসের নাম শোনেননি এমন সঙ্গীতপ্রেমীর সংখ্যা হাতে গোনা। বড় কোনও উৎসবে গান গাইলে সাধারণত তিনি ৩০ থেকে ৪০ লাখ ডলার নেন। কিন্তু শনিবার রাতে দুবাইয়ের এক নতুন সাত তারা হোটেল-রিসর্ট আটলান্টিস রয়্যালে এক ঘণ্টার লাইভ কনসার্টের জন্য ২৪ মিলিয়ন ডলার। ‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য মতে, আয় ও সম্পদের নিরিখে মার্কিন মুলুকে মহিলাদের মধ্যে ৫২তম স্থানে রয়েছেন বিয়ন্সে নোলস। বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করে মোটা পারিশ্রমিক হাঁকিয়ে রীতিমতো অর্থের পাহাড়ে বসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পাশাপাশি ইউটিউব সহ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে বছরে অন্তত পক্ষে তিন হাজার কোটি টাকার বেশি আয় করেন। কিন্তু অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছেন মার্কিন গায়িকা। পাঁচ বছর বাদে আজ শনিবারই প্রথম লাইভ কনসার্ট করতে চলেছেন বিয়ন্সে। আর ওই কনসার্টের জন্য ২ কোটি ৪০ লক্ষ ডলার পারিশ্রমিক ঝুলিতে ভরেছেন মিউজিক সেনসেশন। ইতিমধ্যেই কনসার্টের জন্য দুবাইয়ে পৌঁছেছেন মার্কিন গায়িকা। পাঁচ বছর বাদে লাইভ কনসার্টে তিনি কী-কী গাইতে পারেন তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক চলছে। তার মধ্যেই বিয়ন্সের একটি মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে ক্রেজি গার্ল, স্পিরিট, হ্যালো, ফ্রিডম এবং জে-যি’র সাথে বিয়ন্সের জনপ্রিয় গান ‘ড্রাঙ্ক ইন লাভ’ এবং ‘ক্রেজি ইন লাভ’ও শোনা গিয়েছে। বিয়ন্সের সাথে আজ রাতে মঞ্চ মাতাবেন বিখ্যাত র্যাপার জে-যি। বিয়ন্সের লাইভ পারফরম্যান্সের সাক্ষী হতে পারবেন শুধুমাত্র তারকা হোটেলটিতে থাকা অতিথিরাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।