Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ডাকাতির ১৯ বছর পর পারভেজ ওরফে কাবুল (৪৫) নামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে মাগুরার মহম্মদপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার কেরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০০৪ সালে দীঘা ইউনিয়নের দীঘা (উত্তরপাড়া)র বিমল কুমার সরকারের ছেলে আনন্দ কুমার সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মামলা হলে ১৩ জন আসামির ৭ বছর করে সাজা হয়। আসামিরা সাজা ভোগ করলেও মামলার সাজাপ্রাপ্ত আসামি পারভেজ ওরফে কাবুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে এএসআই আল মামুন সরদার কাবুলকে গ্রেফতার করেন। আটক পারভেজ ওরফে কাবুল কেরিনগর গ্রামের সাম এর ছেলে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামিকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ