Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদল ক্ষমতায় থাকার জন্য অন্যদল যাওয়ার জন্য মারামারি করে

সখিপুরে কাদের সিদ্দিকী

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, একদল ক্ষমতায় থাকার জন্য মারামারি করে, আরেকদল ক্ষমতায় যাওয়ার জন্য মারামারি করে। তিনি বলেন- সাড়ে তেইশ বছর পর আমার বোন শেখ হাসিনার সাথে দেখা করায় আ.লীগের লোকজন আমাকে বাব ডাকা শুরু করেছে। নীতিভ্রষ্ট হওয়া ভালো না। আমি আমার বোনকে বলেছি ২০১৮ সালে ভালো নির্বাচন হয় নাই। বঙ্গবন্ধুকে ও আপনাকে এদেশের মানুষ ভালোবাসে। একটি ভালো নির্বাচন করুণ। আগামী নির্বাচনে আমরা টাঙ্গাইলবাসী কোনভাবেই ভোট চুরি করতে দিবো না। আমি (কাদের সিদ্দিকী) বোন (শেখ হাসিনা)কে বলেছি বিএনপি’র সমাবেশে বাধা দেয়া উচিত হয়নি, বাধা দেয়ায় তাদের তিন ঘণ্টার সমাবেশ ৬০ ঘণ্টা হয়েছে। আর বাধা না দিলে বিএনপি’র ১০টি সমাবেশ বসা নিয়ে বিবাদে কমপক্ষে ২ হাজার চেয়ার ভাঙচুর হতো। গত বৃহস্পতিবার সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নবগঠিত হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি হুমায়ুন আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, আব্দুল হালিম সরকার লাল, এটিএম আবু সালেক হিটলু, এমএ সবুর, আবু জাহিদ রিপন, আশিক জাহাঙ্গীর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ