বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক বাবুল আকতার। বুধবার রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদে লড়ছেন ২৯ প্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. চিত্ত রঞ্জন মন্ডল জানান, জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হয়েছেন ওবায়দুর রহমান খান। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছে জালালুর রহমান, সহ-সভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক (১) অলিউর রহমান দর্জি, যুগ্ম-সাধারণ সম্পাদক (২) সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম , আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মন্ডল ও মিঠুন চক্রবর্তী।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির নিজ কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ২৬৩ জনের মধ্যে ২৫৬ জন ভোটার ভোট দেন । উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।