বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অহেতুক পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কোনো সুযোগ নেই এই সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। বিএনপি যতদিন রাজপথে আছে ততদিন পর্যন্ত এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। তবে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নয়।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মহানগর যুবদল এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু। বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।