Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি মানুষের কথা ভাবতে চাইনি - জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:২০ পিএম

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয় তিনি। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। টেলি-সিনে পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও দাপিয়ে বেড়ান এই তারকা। নিয়মিত নানা ছবি ও মন্তব্য পোস্ট করে আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেই সাঙ্গে যুক্ত করেন চমৎকার একটি ক্যাপশন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে জয়া তার ভেরিফায়েড ফেসবুকে যে ছবি গুলো পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, তিনি প্রকৃতির ভেতর নিজে খুঁজে বেড়াচ্ছেন। ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রঙ। কাঠের শিফট ছায়া, যে ভাষা বলেছে আমি বুঝতে পেরেছি।’

তিনি আরো লেখেন, ‘আমার ইচ্ছা ছিল, আমি শুধু এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতকালে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম এবং আমি যা কিছু দেখেছি, তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম।’

কিছু দিন আগেই এক গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

উল্লেখ্য, বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। সিনেমাটি কিছু দিনের ভেতর মুক্তি পেতে যাচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ