Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাত্র ২৭ বছর বয়সে সুপার মডেল জেরেমি রুলেম্যানের আত্মহত্যা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিশ্বের বিনোদন জগতে একের পর এক শোকের ছায়া। এবার শোকের ছায়া ফ্যাশন ওয়ার্ল্ডে। মাত্র ২৭ বছরেই মৃত্যুর পথ বেছে নিলেন জনপ্রিয় মডেল জেরেমি রুলেম্যান। তাঁর মৃত্যুতে বিশ্বের ফ্যাশন ওয়ার্ল্ড রীতিমতো হতবাক। কারণ জেরেমি মৃত্য্যুর কয়েকদিন আগেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। অল্প বয়সী মডেলের মৃত্যুতে ফ্যাশন ইন্ডাস্ট্রি রীতিমতো শোকাহত। রুলেম্যানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন, জেরেমির ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত ডিজাইনার ক্রিশ্চিয়ান সিরিয়ানো। তিনি এদিন রুলেম্যানের সঙ্গে স্মরণীয় মুহূর্তগুলির একাধিক ফটো শেয়ার করেছেন তাঁর মৃত্যুর সংবাদটি দেন। সিরিয়ানো বলেছেন, আমি কখনই এরকম কিছু পোস্ট করিনি। কিন্তু এমন একজন বন্ধুকে হারানো, আমার পক্ষে মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। জেরেমির খুব সুন্দর মানুষ ছিলেন। যার সঙ্গেই দেখা হোক না কেন তাঁকে ভালবাসায় ভরিয়ে দিতেন তিনি। ডিজাইনার আরও লিখেছেন, আমি তাঁর পরিবার এবং বন্ধুদেরকে গভীর সমবেদনা জানাই। আমি জানি আমরা আবার একদিন দেখা করব। ভাল থাকুন জে, আমরা সবাই আপনাকে অনেক ভালবাসি! যদিও পিপল ম্যাগাজিন অনুসারে রুলেম্যানের মৃত্যুর কারণটি এখনও প্রকাশ আনা হয়নি। এছাড়াও জেরেমির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সেলিব্রিটি মেক-আপ আর্টিস্ট হাং ভ্যানগোর মতো আরও অনেকে তারকারা। ভ্যানগোর কথায়, জেরেমির মৃত্যুতে তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। তাঁর কথায়, ‘জেরেমি যাদের সঙ্গে দেখা করেছেন তাঁদের প্রত্যকের উপরেই গভীর প্রভাব ফেলেছেন। এই শিল্পে আমি অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, কিন্তু তিনি সবার থেকে আলাদা ছিলেন। আপনি যদি একবার তাঁর সঙ্গে দেখা করতেন তবে চিরকাল তাঁর হৃদয়ের একটি অংশ হয়ে থাকতেন। তিনি একজন সত্যিকারের বন্ধু ছিলেন, আপনি চিরকালের জন্য প্রিয় এবং মনে রয়ে যাবেন।’ রুলেম্যান তাঁর মৃত্যুর কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, টমি হিলফিগারের সঙ্গে করা তাঁর একটি ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন তিনি। ২৭ বছর বয়সী জেরেমি, এর আগে পেরি এলিস এবং সুপারড্রির জন্য মডেলিং করেছিলেন। এছাড়াও তিনি জিকিউ এবং প্লেহাউস ম্যাগাজিনেও হাজির ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ