Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় বিরোধ ভুলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। গোদাগাড়ীতে এমপি ওমর ফারুক চৌধুরী।

গোদাগাড়ী রাজশাহী থেকে সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আগামী ২৯ জানুয়ারী রাজশাহীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদৌস, যুগ্ম সাধারণ ও প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মাহাফুজুল আলম তোতা, অধ্যক্ষ মইনুল ইসলাম, অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার, অধ্যক্ষ আমিরুল ইসলাম প্রমূখ।

রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতি মন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, গোদাগাড়ী তানোরের মানুষ আগামী ২৯ জানুয়ারী প্রধান মন্ত্রীর জনসভায় প্রমান করে দিবেন গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। এখন এমন একটি সময় এসেছে অতীতে যারা দলের বিবোধীতা করেছেন, নৌকার বিরোধীতা করেছেন এখন সংশোধন হয়ে দলে ভাল কাজ করার সুযোগ পাবেন আর যদি না করেন তাহলে তাদের ক্ষতি অপেক্ষা করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে খুব শক্ত নির্বাচন, নিজেদের মাঝে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। প্রধান মন্ত্রীর জনসভা শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাজ করবো ইনসাল্লাহ। প্রতিটি নির্বাচনের সময় কিছু সুসময়ের পাখির আগমন হয়, তাদের সাথে কিছু নেতা কর্মী ঘোরাফেরা করে। কিন্তু অতীতে কোন লাভ হয় নি। এবারো কোন লাভ হবে না।

আপনারা কোন নেতার উপর কষ্ঠ পেয়ে হয়ত বা আমার জন্য কষ্ট পেয়ে পাঁচ বছর নেতার বিরুদ্ধে বলে বেড়াবেন আর ভোটের সময় আবার ভাল বলবেন এটা কোন কাজে আসবে না। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে না পারলে আপনাদের কি হবে আপনারা অনুধাবন করতে পারছেন, তবে ভাল কিছু হবে না এটা বলতে পারি।

আওয়ামীলীগ ক্ষমতায় থাকা, শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন হওয়া, দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি জামায়াত ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন ব্যহত হওয়া। দেশের সম্পদ লুটপাট করা, মানুষ হত্যা করা। প্রধান মন্ত্রীর এ জনসভায় দেশের উন্নয়ন কথা বলবেন, আগামীতে দেশে কি কি কাজ করবেন সে কথা বলবেন। আপনারা প্রধান মন্ত্রীর বক্তব্য শুনে এসে এলাকায় প্রচার করবেন। তা হলে আগামী সংসদ নির্বাচন খুব সহজ মানুষ নৌকায় ভোট দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ