Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সূচকে এগিয়ে গেছে বাংলাদেশ: সিলেটে ইইউ এম্বেসেডর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মি. চার্লস হোয়াইটলির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। সভায় ইউরোপিয়ান ইউনিয়নের এম্বেসেডর বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্কের পূর্ণ হয়েছে ৫০ বছর। এই ৫০ বছরে অভূতপূর্ব অর্জন বাংলাদেশের। তিনি বলেন, অচিরেই উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সূচকে এগিয়ে গেছে বাংলাদেশ। তিনি উল্লেখ কওে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বাৎসরিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। যার মধ্যে ৬ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ থেকে ইউরোপে যায় এবং ৩ বিলিয়ন ডলারের পণ্য ইউরোপ থেকে আসে বাংলাদেশে। আমরা এ বিদ্যমান বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী। এ লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের কমার্শিয়াল সেকশন কাজ করছে। এছাড়াও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্সের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন তিনি ।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, বিনিয়োগের জন্য আদর্শ একটি স্থান সিলেট। বিশেষ করে শিল্প, পর্যটন, চিকিৎসা ও আইটি খাতে সিলেট অত্যন্ত সম্ভাবনাময়। সিলেটে পর্যাপ্ত তেল, গ্যাস ও শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারও বিদেশী বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে আগ্রহী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমিক কাউন্সেলর আবু সাঈদ বেলাল, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মুজিবুর রহমান মিন্টু, ফখর উস সালেহীন নাহিয়ান, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য তোফাজ্জ্বল হোসেন এফসিএ, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ