প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবশেষে জানা গেল, কারা এগিয়ে থাকছেন এবারের অস্কার দৌড়ে। অস্কারের এবার আসর অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ, লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। তার আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আটটায় ৯৫তম অস্কারের ২৩টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন অভিনেতা রিজ আহমেদ ও এলিসন উইলিয়ামস। মনোনীতদের এই তালিকায় আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানটি ‘সেরা মৌলিক গান’-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে।
এই নমিনেশন পাওয়ার পর ‘আরআরআর’ টিম সিনেমাটির অফিসিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকে লিখেছে, ‘আমরা ইতিহাস গড়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু-নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।’
আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কারের আসর। জয় পেতে ‘নাটু নাটু’কে হারাতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মতো জনপ্রিয় চারটি গানকে।
‘আরআরআর’ সিনেমার এই গানে জুনিয়র এনটিআর ও রামচরণকে নাচতে দেখা গেছে। এম এম কিরাবাণীর সুর করা গানটি গেয়েছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। কথা লিখেছেন চন্দ্র বোস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।