Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীতার্তদের পাশে কনকচাঁপা-মইনুল ইসলাম খান

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কনকচাঁপা ও তার স্বামী সুরকার, সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান সবসময়ই গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে সেবা নিয়ে পাশে থাকার চেষ্টা করেন। প্রতিবছর শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান কনকপচাঁপা। সেই ধারাবাহিকতায় এ বছর তিনি নিজ উদ্যোগে কম্বল ক্রয় করে ঢাকা থেকে স্বামী মইনুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে বগুড়ায় গিয়েছিলেন গত ২০ ডিসেম্বর। সেখানে তিনি রাতে বগুড়া রেলস্টেশনে ঘুমিয়ে থাকা বস্ত্রহীন শীতার্ত সাধারণ মানুষের গায়ে নিজ হাতে কম্বল পড়িয়ে দেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কনকচাঁপা। ২১ ডিসেম্বর তিনি বগুড়ার কাহালু’সহ আরো সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় শীতার্ত অসহায় সাধারণ মানুষের মাঝে এলাকার মানুষের সহযোগিতায় কম্বল বিতরণ করেন। সবমিলিয়ে চারশ’ অসহায় মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। কনকচাঁপা বলেন, ‘পৃথিবীটা দু’দিনের। শুধু আমি ভালো থাকবো, সুখে থাকবো বিষয়টি এমন নয়, আমার বা আমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়েই সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আমাদের মানবিকতাকে কাজে লাগিয়ে সমাজের অসহায় দুঃখী মানুষের পাশে দাাঁড়াতে হবে। এভাবেই আমরা একে অপরের পাশে থাকতে পারবো, পাশে দাঁড়াতে পারবো।’ কনকচাঁপার কথার সূত্র ধরে মইনুল ইসলাম খান বলেন, ‘কনকের মাঝে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি আমি বিয়ের পর থেকেই দেখছি। শুধু একটি বিশেষ সময়েই নয়, বছরের প্রতি মাসেই বিভিন্ন সময়ে নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তার এই বিষয়টিকে আমিও সবসময় সমর্থন করি। কারণ আমি মনে করি আমরা একে অন্যের।’ এদিকে বগুড়া থেকে ফিরে এসে কনকচাঁপা আবারো স্টেজ শো নিয়ে পরিকল্পনা করছেন। দেশে এবং দেশের বাইরে জানুয়ারি মাসের শুরুতে বেশ কয়েকটি স্টেজ শো’তে অংশ নিবেন তিনি। সম্প্রতি কনকচাঁপা রাজধানীর দক্ষিণখানের একটি বৃদ্ধাশ্রমে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। শুধু তাই নয় একটি ফান্ড গঠন করে তিনি ট্রাস্ট ব্যাংকে একটি একাউন্টও খুলে দিয়েছেন। যাতে যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের পাশে দাঁড়াতে পারেন। কারণ কনকচাঁপা মনে করেন ‘মানুষ মানুষেরই জন্য’।



 

Show all comments
  • সজিব ২৬ ডিসেম্বর, ২০১৬, ৯:১১ এএম says : 0
    কনকচাঁপা ও মইনুল ইসলাম খানকে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতার্ত

২৫ জানুয়ারি, ২০২২
১০ জানুয়ারি, ২০২০
৯ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ