রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদির মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত সোমবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাদির মিয়া (৩৫) ওই গ্রামের মুক্তিযোদ্ধা মোতালিব মিয়ার তৃতীয় ছেলে। নিহতের বড় ভাই আব্দুল হান্নান মাস্টার ও ইউপি সদস্য আব্দুল কাদির ফালান জানান, কৃষক ছাদির মিয়া জমিতে পানি দেয়ার জন্য বাড়ির নিকটবর্তী নদীতে বিদ্যুতায়িত মোটর সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিক্যাল নিয়ে যাওয়ার পথে সে মারা যান। দোয়ারারবাজার থানার ওসি দেবদুলাল ধর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।