Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপারেশন জ্যাকপট-এর টেন্ডার কার্যক্রম স্থগিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর পরিচালিত নৌ-অপারেশন ‘অপারেশন জ্যাকপট-এর ওপর সিনেমা নির্মাণের জন্য টেন্ডারের সব কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ‘অপারেশন জ্যাকপট’-এর ওপর সিনেমা নির্মাণে আগের কার্যক্রম বাতিল করে ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের রচিত চিত্রনাট্য অগ্রাহ্য করে টেন্ডারের মাধ্যমে কিবরিয়া ফিল্মস নামের প্রতিষ্ঠানকে নির্মাণের জন্য দেয়া কার্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত রোববার বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার। আইনজীবীরা আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকালে ‘অপারেশন জ্যাকপট’-এর ওপর সিনেমা নির্মাণের জন্য কিবরিয়া ফিল্মসকে দেয়া প্রদত্ত কার্যাদেশ বাতিল চেয়ে জনস্বার্থে রিট করা হয়। চিত্র পরিচালক আবু রায়হান মো. জুয়েল এ রিট আবেদন দায়ের করেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র পরিচালক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মোরশেদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ