Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার প্রিন্সেস ডায়ানার কানের দুল কিনলেন কিম কার্ডাশিয়ান

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আমেরিকান অভিনেত্রী তথা মডেল কিম কার্ডাশিয়ান, সোশ্যাল মিডিয়ার একজন চর্চিত তারকা। প্রায়শই তিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের কারণে সংবাদের শিরোনাম হন। কখনও প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন আবার কখনও নিজের কসমেটিক্স ব্র্যান্ডের নাম চুরি করে আইনি বিপাকে পড়ছেন। তাঁকে একজন দক্ষ বিজনেস ওম্যান বললেও ক্ষতি নেই। মূলত আমেরিকান টিভি রিয়েলিটি তারকা তিনি। যাই হোক, এদিন আবারও অভিনেত্রী সংবাদের শিরোনাম হলেন। সম্প্রতি কয়েকটি ইভেন্টে কিম কার্ডাশিয়ানকে প্রিন্সেস ডায়ানার হিরের দুল পরতে দেখা গিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী, ১৯২০ সালে ব্রিটিশ জুয়েলার্স গারার্ডের তৈরি করা প্রিন্সেস ডায়নার হীরের কানের দুলটি লন্ডনে নিলামে উঠেছে। প্রায় ১৬৩, ৮০০ পাউন্ডে বিক্রি হয়েছে ডায়নার কানের দুলটি। ১৯৮৭ সালের একটি দাতব্য অনুষ্ঠানে প্রিন্সেস ডায়ানাকে এই কানের দুলটি পরতে দেখা গিয়েছিল। অনুমান, কিম কার্ডাশিয়ানের পক্ষেই ডায়ানার কানের দুলটি কেনা সম্ভব। নিলামে ওঠার আগে ক্রিস্টিয়ান স্পফোর্থ বলেছিলেন, ‘প্রয়াত রাজকুমারী ডায়ানার মালিকানাধীন গহনা খুব কমই বাজারে আসে, বিশেষ করে আত্তাল্লা ক্রসের মতো একটি টুকরা, যা এখনও এত রঙিন, সাহসী এবং স্বতন্ত্র। বিশেষ করে, এই অস্বাভাবিক দুলটি ডায়ানার জীবনের বিশেষ মুহূর্তে রাজকুমারীর ক্রমবর্ধমান আত্ম-নিশ্চয়তার প্রতীকী ছিল।’ পুরনো ফ্যাশন এবং গয়নার প্রতি উন্মাদনা কিম কার্ডাশিয়ানের বহুদিন ধরেই বজায় রয়েছে। কিন্তু কিংবদন্তি অভিনেত্রী বা দেশের প্রভাবশালী ব্যক্তিদের জিনিসপত্র বহন করেও ইতিহাস সৃষ্টি করতে পারছেন না কিম। বরং কটাক্ষের মুখে পড়ছেন তিনি। কারণ গতবছর গালায় ব্রিটিশ কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর একটি স্বনামধন্য পোশাকে সেজেছিলেন কিম, এমনকী এই পোশাকেই তিনি গালায় রেড কার্পেটে হেঁটে ছিলেন। জানা যায়, কিংবদন্তির পোশাকটি পরার জন্যে কিম কার্ডাশিয়ান মাত্র ৩ সপ্তাহে ১০ কেজি ওজন কমিয়েছিলেন। যা নিয়ে তিনি প্রশংসিত হওয়ার পাশাপাশি খারাপ বার্তা হিসেবে কটাক্ষের সম্মুখীনও হয়েছিলেন। এমনকী তিনি পোশাকটি পরে তা ছিঁড়েও ফেলেছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের এই পোশাকটি পরে মেরিলিন গান গেয়েছিলেন। কার্ডাশিয়ানকে প্রাথমিকভাবে কিংবদন্তির গাউনটি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বিধ্বস্ত করা হয়েছিল, কিন্তু পরে তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ