Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা থেকে সবাইকে চমকে দিলেন সিয়াম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম

কলকাতার সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন দেশের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটির নাম ‘প্রতিপক্ষ’। গত এক সপ্তাহ ধরে কলকাতায় অবস্থান করে ছবির চিত্রনাট্য ও লুক সেট করতে ব্যস্ত সময় যাচ্ছে তার। এরমাঝেই সোমবার (২৩ জানুয়ারি) বিকালে হঠাৎ ফেসবুক লাইভে এসে সবাইকে চমকে দিয়েছেন সিয়াম। কলকাতা থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সিয়াম। যেখানে তার সঙ্গে আছেন টালিউডে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিও।

ভিডিও বার্তায় সিয়াম বলেন, ‘বেশ কিছুদিন হলো আমি কলকাতায় এসেছি। পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসেছিলাম। চরিত্রের কিছু জায়গায় সংশোধনীও আনা হয়েছে। লুক সেট করে সহশিল্পীর সঙ্গে মহড়া করছি।’

প্রসেনজিৎ বলেন, ‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’

‘প্রতিপক্ষ’ সিনেমাটিতে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন সিয়াম। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ুশী তালুকদার। সিয়াম ও আয়ুশী ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন প্রসেনজিৎ, পূজা চ্যাটার্জি প্রমুখ।

জানা গেছে, আগামী মার্চের মাঝামাঝি ‘প্রতিপক্ষ’ সিনেমাটির শুটিং শুরু হবে। গত এক সপ্তাহ ধরে কলকাতায় অবস্থান করে সিনেমাটির চিত্রনাট্য ও লুক সেট শেষে আজই (২৪ জানুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে এই সিয়ামের।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। সিয়ামের বিপরীতে দেখা গেছে পরীমণিকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ