Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাল্টা জবাবের হুঁশিয়ারি হিরো আলমের, চেয়েছেন র‌্যাবের সহায়তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম

বগুড়ার দুই আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আলোচিত ব্যক্তি মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার (২৩ জানুয়ারি) বগুড়ার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এরপর সন্ধ্যায় র‌্যাব-১২–এর বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে যান তিনি। এ সময় হিরো আলম র‌্যাব-১২–এর বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক নজরুল ইসলামের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, ভোট গ্রহণের দিন ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার সহযোগিতা চাইতেই র‌্যাব-১২–এর বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক নজরুল ইসলামের সঙ্গে দেখা করেন হিরো আলম। সে সময় র‌্যাবের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর তিনি র‌্যাব কার্যালয় থেকে বেরিয়ে আসেন।

এদিকে গণসংযোগ চলাকালে হিরো আলম বলেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে তার ওপর যদি কোনো প্রকার হামলা হয় তাহলে পাল্টা হামলা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা মেনে নেবো না। এবার আমাদের ওপর কেউ হামলা করলে তার পাল্টা জবাব আমরা দেব। নেতাকর্মীও বেশি রয়েছে তাই ভয়ের কিছু নেই। ’

সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবার আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, ‘গত ২০১৮ সালের নির্বাচনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই নির্বাচনে আমরা অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সাধারণ জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি আশা করছি। বগুড়ার মানুষ এতদিন শিল্পপতি, কোটিপতি ও বড় বড় নেতাদের এমপি নির্বাচিত করেছেন। কিন্তু বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। তাই বগুড়াবাসী জোট বেঁধেছে আমাকে ভোট দেওয়ার জন্য। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। ’

তিনি আরো বলেন, ‘আমার চেহারা খারাপ, টাকা-পয়সা নেই তারপরেও ভোটাররা আমাকেই ভোট দেবে। সুন্দর চেহারা হলেই উন্নয়ন করা যায় না। মানুষকে ভালোবাসতে হয়। আর মানুষকে ভালোবাসার যোগ্যতা যার আছে সেই এলাকার উন্নয়ন করে। আমি নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পা ছুয়ে বলবো আপনি বগুড়ার উন্নয়নে আমাকে সহযোগিতা করেন। তিনি আমার কথা অবশ্যই শুনবেন। ’

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ