Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গীতিকার বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:১২ এএম

নড়াইলের লোহাগড়ায় জন্ম নেওয়া গীতিকার ও লেখক বিশু শিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। বিশু শিকদার ওরফে সেলিম শিকদার গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার লেখা অসংখ্য গান গেয়েছেন জেমস। গুণী এই গীতিকারের মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামেও ছুটে যান এই ব্যান্ড তারকা।

জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে গীতিকার বিশু শিকদারের বাড়িতে যান জেমস। পরে তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু শিকদারের দুই কন্যাসন্তান যথাক্রমে সঙ্গীতা ও সুকন্যার সার্বিক দায়িত্ব নিয়েছেন।’

গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নগর বাউলের জন্য প্রায় অর্ধ শতাধিক গান লিখেছেন বিশু শিকদার। মূলত জেমসের জন্যই লিখতেন তিনি। জেমসের সবশেষ প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটিও তার সঙ্গে যৌথভাবে লিখেছেন বিশু। এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ ইত্যাদি



 

Show all comments
  • kanchon ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:২৩ পিএম says : 0
    Thanks
    Total Reply(0) Reply
  • kanchon ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:২৫ পিএম says : 0
    Thanks
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ