Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত পাঠ্যপুস্তক প্রত্যাহার করে নিতে হবে

সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় যুক্ত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাঠ্যপুস্তকে যে ধরনের বিষয়গুলো এসেছে এবং শিক্ষকদের যে অনুশীলন বই দেওয়া হয়েছে, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি, আমাদের জীবন, আমাদের ধর্মবোধের বিরুদ্ধে। এটা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। গত ১৯ ডিসেম্বর বিএনপি রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী বলেছেন, ‘এটা পরিবর্তন করা হবে, ইস্যু করবেন না।’ মুসলমানের দেশে বিতর্কিত সাবজেট বসিয়ে ইস্যু তো বানিয়ে দিয়েছেন আপনারা। এ দেশের মানুষের সব চিন্তা-চেতনা, ভাবনা, তার সংস্কৃতি, তার ঐতিহ্য সবকিছু অপমান করে বই চাপিয়েছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এসব বই প্রত্যাহার করে নিতে হবে। জাতীয় সংসদকে আওয়ামী লীগ সরকার ‘একদলীয় ক্লাবে’ পরিণত করেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রতিটি প্রতিষ্ঠান তারা (বর্তমান সরকার) ধ্বংস করেছে। জাতীয় সংসদকে একদলীয় একটা ক্লাব তৈরি করেছে সরকার। ‘ইটস এ ক্লাব অব আওয়ামী লীগ।

রাতের ভোট এবং দেশের নির্বাচনী ব্যবস্থার ধ্বংস করে দেওয়া হয়েছে অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের গেটওয়ে হচ্ছে নির্বাচনব্যবস্থা। ৫ বছর পরপর নির্বাচন করে আপনি দেশ চালনার জন্য পার্লামেন্ট তৈরি করবেন, মন্ত্রিসভা গঠন করবেন। সেই নির্বাচনী ব্যবস্থাটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। মানুষ ভোটই দিতে যান না। ভোট দিয়ে কী হবে? ভোট তো আমার থাকবে না, আমার ভোট তো অন্য কেউ নিয়ে যাবে। তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে যত কিছু কারসাজি করা দরকার বর্তমান সরকার করেছে। কখনো ১৫৪ জনকে অপ্রতিদ্ব›দ্বী ঘোষণা করে দেওয়া, কখনো যে তারিখে ভোট তার আগের রাত্রে ভোট নিয়ে নেওয়া এবং সমস্ত রাষ্ট্রব্যবস্থাকে তাদের পক্ষে ঘোষণা দেওয়ার জন্য ব্যবস্থা করা। এভাবে কাঠামোটাকে তারা নষ্ট করেছে।

সরকারের বিরুদ্ধে জনতার ঢেউ শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, প্রতিটা জিনিসের উত্থান-পতন আছে। যে ঢেউ শুরু হয়েছে উত্তাল তরঙ্গের মতো, সমুদ্রের মতো, তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) ভেসে যাবে। কারণ, তাদের সঙ্গে জনগণ নেই, জনগণ থাকবে না।

বিএনপির অবস্থান ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, আমাদের শেষ কথা, ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা যে ১০ দফা দিয়েছি, সেই ১০ দফার প্রথমেই এ সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে। এ সংসদের কোনো মূল্য নেই এবং একটা তত্ত¡াবধায়ক সরকার গঠন করতে হবে। সেই সরকারের অধীন নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা জয়ী হব।

দলের নেতা-কর্মীদের প্রতি হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, অনেকের (বিএনপির কিছু নেতা) কথায় হতাশার একটু ছাপ খুঁজে পাই। কেন হতাশ হবেন? আমরা তো সাকসেসফুল হচ্ছি, প্রতিটি স্টেপে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমি জেলে গেছি, আমি একা জেলে যাইনি তো। হাজার হাজার আমাদের নেতা-কর্মী জেলে গেছেন। তাদের মুখে আমি এতটুকু হতাশার ছাপ দেখিনি। আপনারা যারা জেলের বাইরে রয়েছি তারা হতাশ হবো কেন?

আইন শৃংখলা বাহিনীকে সরকার দলীয় কর্মীর মতো ব্যবহার করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা এখন অসম লড়াইয়ের মধ্যে রয়েছি। আমাদের প্রতিপক্ষ যারা, তারা প্রবল প্রতাপশালী, ক্ষমতাশালী। তাদের হাতে পুরো রাষ্ট্রযন্ত্র, তাদের হাতে বন্দুক, তাদের হাতে পিস্তল-গ্রেনেড। অবলীলাক্রমে তারা সেগুলো মারে, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তিনি আরো বলেন, নয়াপল্টনের অফিসের সামনে মকবুল হোসেনকে (স্বেচ্ছাসেবক দলের নেতা) প্রকাশ্যে গুলি করে মারলো পুলিশ। উল্টো মামলা দিল আমাদের সাড়ে চার শ নেতা-কর্মীর বিরুদ্ধে। আমরা আসামি না থাকলেও নাকি হুকুমদাতা, নির্দেশদাতা। তাই মূল বিষয় হচ্ছে, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, আমাদের জনগণকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হবে।

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সংবাদপত্রের যাঁরা মালিক, তাঁদের তো বিজনেস হাউস আছে। তাঁদের ব্যবসা করতে হয়, তাঁদের ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান আছে। প্রতিটি মিডিয়া হাউসের সঙ্গে একজন করে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে। কী লিখবেন, হেডলাইন কোনটা যাবে, কোনটা প্রাধান্য দেওয়া হবে, কোনটা প্রাধান্য দেওয়া হবে না সবকিছু নির্দেশ করে দেওয়া হয়। আফটারঅল মানুষকে তো চাকরি করে খেতে হবে। সাংবাদিকেরা চাকরি করেন, ওটাই তো তাঁদের আয়-উপার্জন, তাঁদের তো আকাশ থেকে টাকা এসে পড়ে না, তাঁদের চাকরি করে খেতে হয়। ওই ঝুঁকি নিতে পারেন না সব সময় যে চাকরি গেলেও আপনার ছোট কথাটি লিখবেন, সব সময় পারেন না। তারপরও তারা লিখছেন।

মির্জা ফখরুল বলেন, পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে মামলা, ১০০টা মামলা, হত্যা মামলা। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি। এ রকম অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের ওপর নির্যাতনের কথা জানেন। প্রতি পদে পদে নির্যাতন হচ্ছেন। তারপরও সাংবাদিকেরা এত সীমাবদ্ধতার মধ্যেও জনগণের কথা বলছেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহŸায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গোলাম হাফিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুর রহমান প্রমুখ। ##



 

Show all comments
  • Moshiur Rahaman ২৪ জানুয়ারি, ২০২৩, ৯:০৬ এএম says : 0
    বিতর্কিত সিলেবাস নিয়ে কথা বলার জন্য বিএনপিকে ধন্যবাদ তবে এইটুকু জথেষ্ট নয় আর জোরালো অবস্থান নিতে হবে
    Total Reply(0) Reply
  • Hm Zafar Ali ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ এএম says : 0
    ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলছে বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Md Ashraful Islam ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ এএম says : 0
    সৌদি আরব ও দুবাইয়ে ইসরাইলের নির্দেশে সে দেশের জুলুমবাজ ক্ষমতালোভী শাসকরা পাঠ্যবই থেকে অনেক ইসলামিক বিষয় বাদ দিয়েছে, আমাদের দেশে কার নির্দেশে এমন হচ্ছে জাতি জানতে চায়
    Total Reply(0) Reply
  • M M Saeed Ahmed ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩৭ এএম says : 0
    Thank you so much
    Total Reply(0) Reply
  • Saimur Ahmad ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩৭ এএম says : 0
    একদম ঠিক
    Total Reply(0) Reply
  • কক্সবাজার সাগর পাড়ে আমরা ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৩৮ এএম says : 0
    মিথ্যাচার আর অত্যাচার দুইয়ে মিলে স্বৈরাচার। স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক।
    Total Reply(0) Reply
  • Ismail Sagar ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪০ এএম says : 0
    ডারউইনবাদের মতো উদ্ভট, হাস্যকর, অবৈজ্ঞানিক, বস্তাপঁচা থিওরি আমাদের কোমলমতি সন্তানদের গেলানোর ব্যবস্থা নেয়া হয়েছে৷ এটি এমন থিওরি যা অন্যান্য ধর্মেও গ্রহণযোগ্য নয়৷ এটি কেবলই একটি ভুল তথ্যই না, এটি ঈমানবিরোধী এক থিওরি৷
    Total Reply(0) Reply
  • Md Ali Azgor ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ এএম says : 0
    নতুন এই সিলেবাসে পর্দার বিধানকে তাচ্ছিল্য করা হয়েছে৷ দাড়িকে তুচ্ছ করা হয়েছে৷ মুসলিম হওয়ার আসল পরিচয়কে আড়াল করা হয়েছে৷
    Total Reply(0) Reply
  • Rabbul Islam Khan ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ এএম says : 0
    যারা আমাদের ভবিষ্যত প্রজন্মকে ঈমানহারা করার অপচেষ্টা ও চক্রান্ত করেছে, পাঠ্যপুস্তক তৈরির সাথে যারা জড়িত, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাই৷
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ এএম says : 0
    তারা শিক্ষাকে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দিয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ