Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাসচালকের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

সড়ক দুর্ঘটনায় খাহ্রা চুড়াইন আদর্শ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস আলী পাটোয়ারী নিহতের ঘটনায় বাস চালকের বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। গত রোববার বারৈখালি খাহ্রা এলাকায় কলেজ সংলগ্ন সড়কে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষককে হত্যাকারী ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করে সুষ্ঠু বিচার ও শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণের দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, দুর্ঘটনা পর গত ১৭ জানুয়ারি থানায় এফআইআর করা হলেও এখন পর্যন্ত ঘাতক চালককে গ্রেফতার করা হয়নি। তারা ঘাতক চালকের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় হাসাড়া বাসস্টান্ডে গাড়ির জন্য দারিয়ে থাকা শিক্ষক আব্বাস পাটোয়ারীকে বালুবাহি একটি ড্রামট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ