Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় ‘অ্যাভাটার ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৭:০৩ পিএম

জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর। প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমা মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসে ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় প্রবেশ করেছে। মুক্তির প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসের শীর্ষস্থানে ছিল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’।

মুক্তির আগে থেকেই আলোচনায় থাকার সুবাদেই মুক্তির চার সপ্তাহ পরে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ সিনেমাটি আমেরিকায় আয় করে ৫১৭ মিলিয়ন ডলার। আর মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসে ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে চমকে দিল। ২০২২ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ হল ক্যামেরনের ২০০৯ সালের মুক্তিপ্রাপ্ত মহাকাব্যিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভাটার সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকার শীর্ষে রয়েছে। সিনেমাটিও এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে যা এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে। এ ছাড়া ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পাওয়ার পাশাপাশি তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’।

‘অ্যাভাটার’ এর প্রথম পর্বের তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও আছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং ক্যামেরনের আরেক বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এর নায়িকা কেট উইন্সলেট। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও।

সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’। সিনেমাটির মোট আয় ২.৭ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ‘টাইটানিক’ যার মোট আয় ২.২ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছে মার্ভেলের আরেক চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। সিনেমাটির আয় ২.০৪৮ মিলিয়ন। পঞ্চম স্থানে রয়েছে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স এওয়াকেনস’। সিনেমাটি ২.০৬৪ বিলিয়ন ডলার আয় করেছে। ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ ২ বিলিয়ন ডলার আয় করে ষষ্ঠ চলচ্চিত্র হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ