Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তদের চমকে দিয়ে মান্নাতের ছাদে শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম

দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। তার অভিনীত সিনেমা ‘পাঠান’র মুক্তির অপেক্ষায় দিন গুণছেন সবাই। এ কারণেই হয়তো নিয়মিত ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগসূত্রও বজায় রাখছেন তিনি। ইদানিং টুইটারে প্রায়ই ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনে দেখা যায় এই বলিউড বাদশাহকে। ‘পাঠান’ সিনেমার প্রচারে যোগ না দিলেও প্রতিনিয়ত টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহরুখ।

এ বার ভক্ত-অনুরাগীদের ডাকে দেখা দিলেন নিজের বাড়ি মান্নাতের ছাদে। যদিও নিয়ম করে অভিনেতার বাড়ির বাইরে ভিড় জমান শাহরুখ অনুরাগীরা। কিন্তু রবিবার (২২ জানুয়ারি) রাতে হঠাৎ ভক্তদের চমকে দিলেন এই অভিনেতা। এদিন শাহরুখ গাঢ় সবুজ শার্ট ও ডেনিমে মান্নাতের ছাদে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। আর এতেই পছন্দের তারকাকে দেখতে উপচে পড়ে তার ভক্তরা। রীতিমতো অভিনেতার ভক্তদের ভিড়ে রাস্তায় আটকে যায় সাধারণ মানুষেরা।

পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টির জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন এসআরকে। সেই সঙ্গে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

চার বছর পর বলিউড বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন, প্রথম দিনেই ‘পাঠান’ দেখে ফেলতে চাইছেন অনেকে। তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সেই সঙ্গে প্রযোজক ও ফিল্ম বিজনেস অ্যানালিসিস্ট গিরিশ জোহর বলেন, মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতে ১৭৫-২০০ কোটি রুপি ও সারা বিশ্বব্যাপী ৩৫০ কোটি রুপির ব্যবসা করবে ‘পাঠান’। বিদেশে এরই মধ্যে আগাম টিকিট কাটার সুযোগ মিলেছে অনুরাগীদের। সংযুক্ত আরব-আমিরাত, জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর বিক্রি হচ্ছে ‘পাঠান’ সিনেমার টিকিট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ