Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীটওয়্যার শিল্পের পথিকৃত, নেভী হোসিয়ারীর মালিক মো. সালেম আর নেই

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম

বাংলাদেশের নীটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃত বিশিষ্ট শিল্পপতি মাওলানা মো. সালেম আর নেই। তিনি নেভী হোসিয়ারী ও এম এস ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং লিঃ এর প্রতিষ্ঠাতা, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিজিএমইএ’র সদস্য ছিলেন।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মাওলানা মো. সালেম বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এর বড় ভাই।
বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জানান, মরহুমের প্রথম নামাজে জানাযা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে দুপুর ২টা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা কুমিল্লা দয়াপুরের জামেয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মাঠে (সদর দক্ষিন থানার উল্টোদিকে হাইওয়ের পাশে) বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। দাফন হবে পারিবারিক কবরস্থানে।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ