Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসবায় ইউপি চেয়ারম্যানের উপর মাদক বিক্রেতাদের হামলা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। আহত ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম জানান, মূলগ্রাম ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসহাক ও তার কয়েকজন সহযোগীকে বেশ কয়েকদিন আগে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম। সম্প্রতি আদালত থেকে তারা জামিনে মুক্ত হয়। শনিবার বিকেলে ইসহাকের নেতৃত্বে ২০/২৫জনের একটি সংঘবদ্ধ দল ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে আমার উপর হামলা করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় চারগাছ বাজারের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ