রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। আহত ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম জানান, মূলগ্রাম ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসহাক ও তার কয়েকজন সহযোগীকে বেশ কয়েকদিন আগে পুলিশে ধরিয়ে দিয়েছিলাম। সম্প্রতি আদালত থেকে তারা জামিনে মুক্ত হয়। শনিবার বিকেলে ইসহাকের নেতৃত্বে ২০/২৫জনের একটি সংঘবদ্ধ দল ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে আমার উপর হামলা করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় চারগাছ বাজারের সামনে বিক্ষোভ করেন স্থানীয় জনতা ও ইউপি চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।